Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর মালিবাগে বাসচাপায় গৃহবধূ নিহত


২০ জানুয়ারি ২০১৮ ১১:০৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ১১:১০

মেডিকেল করেসপন্ডেন্ট

রাজধানীর মালিবাগে যাত্রীবাহী বাসের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহতের নাম রুনা আক্তার (৩৩)। শনিবার (২০জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মালিবাগ বাজার সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুনার বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালাপুর গ্রামে। তার স্বামী বাচ্চু মিয়া সিএনজি চালিত অটোরিকশা চালক। দুই ছেলে কে নিয়ে রুনা পশ্চিম রামপুরা আদি লেনের একটি বাসায় ভাড়া থাকতো।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল আহমেদ জানান, রমজান পরিবহনের একটি বাস বেপোরোয়া গতিতে এসে রুনা কে চাপা দেয়। এ ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ। তবে ঘাতক বাস চালক পালিয়েছে।
নিহত রুনার স্বামী বাচ্চু মিয়া জানায়, আমাদের পরিচিত এক ব্যক্তি রামপুরা পদ্মা গার্মেন্টসের পিছনে থাকতো। সকালে তার মৃত্যু হয়। তাকে দেখতেই পরিবার সবাইকে নিয়ে পদ্মা গার্মন্টের পিছনে যাচ্ছিল রুনা। মালিবাগ বাজারের পাশের রাস্তায় এসে রাস্তা পার হওয়ার সময় একটি বাস রুনা কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতের পরিবারের আবেদনের কারণে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনএস

দুর্ঘটনা বাসচাপা মালীবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর