হাতিরঝিলে নকল প্রসাধানীর কারখানায় অভিযান, জরিমানাসহ কারাদণ্ড
২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪৯ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় ‘রিজন হারবাল কেয়ার এন্ড কসমেটিক’ নামের একটি প্রতিষ্ঠানে নকল প্রসাধনী উৎপাদন এবং বাজারজাতকরণের অপরাধে দুই লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকার ডি ব্লকের ৩ নাম্বার রোডের ৩৪ নাম্বার বাসায় র্যাব-৩ এর সদস্যদের সহায়তায় অভিযান পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান। অভিযানে বিভিন্ন ব্যান্ড কোম্পানীর নামে নকল প্রসাধনী উৎপাদন এবং সেগুলো বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রিয়াজুল ইসলাম শহিদকে (৫৫) দুই মাসের কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে নকল প্রসাধনীগুলো গুড়িয়ে দেয়া হয়।
প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের সিল নকল করে ভারতীয় প্রতিষ্ঠান কুমারিকা তেলের লেভেল হুবহু নকল করে উৎপাদন করা হয়। এছাড়া গোল্ড ক্রীম, ম্যাসেজ ক্রীম, ব্রেস্ট ক্রীম, ফেসওয়াস, সেভিং ফোম, হেয়ার ওয়েল, ফারপিউমসহ প্রায় ৬১টি প্রসাধনী নকল উৎপাদন করে প্যাকেটের গায়ে বিএসটিআইয়ের সিল লাগিয়ে বাজারজাত করছে।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান সারাবাংলাকে বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা লঙ্গনের দায়ে রিজন হারবাল কেয়ার এন্ড কসমেটিক প্রতিষ্ঠানটিকে ২ লাখ জরিমানা এবং এ প্রতিষ্ঠানের মালিককে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হল। সেই সঙ্গে নকল কুমারিকা হেয়ার ওয়েলগুলো ফেলে দেয়া হয়েছে এবং বাকি নকল প্রসাধনীগুলোকে জব্দ করা হলো।’
এসময় মানুষের জন্য অস্বাস্থ্যকর যেকোনো বিষয়ে র্যাবের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএইচ/এসএন