Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঠাকুরগাঁয়ের অজ্ঞাত রোগ ভাইরাস বা ব্যাকটেরিয়া হতে পারে’


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঠাকুরগাঁয়ে এক পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনায় সেখানে কাজ শুরু করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির প্রধান ডা. সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, তাদের তদন্ত দল সেখানে কাজ করছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১৫ দিনের ব্যবধানে অজ্ঞাত রোগে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনা নজরে আসে আইইডিসিআরের। তারা এরমধ্যেই সেখানে তাদের পাঁচ সদস্যের একটি তদন্ত দলকে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি প্রথমে আক্রান্ত হন বালিয়াডাঙ্গীর ধনতলা ইউনিয়নের নয়াবাগি গ্রামের তাহের আলী। দুই দিনের ব্যবধানে তাহলে আলী এবং তার স্ত্রী হুসনে আর মারা যান। এর কয়েকদিন পর মেয়ে জামাই হাবিবুর রহমান, বড় ছেলে ইউসুফ এবং ছোট ছেলে মেহেদী হাসান মারা যায়।

অজ্ঞাত রোগ নির্ণয়ে ঠাকুরগাঁওয়ে গবেষক দল, মাস্ক পরার পরামর্শ

অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা সারাবাংলাকে বলেন, ‘ঠাকুরগাঁওয়ের বিষয়টি নিয়ে এখনও সব তথ্য আমরা পাইনি, বলার মতো অবস্থা নেই।’ প্রতিষ্ঠানটির টিম সেখানে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু মুশকিল হয়েছে, যারা মারা গিয়েছেন তাদের স্যাম্পল নেওয়া যায়নি, এখন যারা বেঁচে আছেন তাদের মধ্যে দুই একজন অসুস্থ আছেন কিন্তু ঠিক একইরকম অসুস্থতা হয়তো নাও হতে পারে। কারণ, আমরা এখনও সাইন-সিম্পটম সবগুলো পাইনি।’

তাই তদন্ত শেষ হবার পর বিষয়টি নিয়ে সঠিক তথ্য জানাতে পারবেন বলে জানান সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘ঠাকুরগাঁও থেকে স্যাম্পল এলে সেগুলো পরীক্ষা করা হবে, তবে যতো র‌্যাপিডলি হয়েছে তাতে মনে হয় যে ইনফেকশাস জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে বা নেই তা বলা যাবে না।’

বিজ্ঞাপন

এই চিকিৎসক আরও বলেন, ‘আমরা একেবারে নিশ্চিত না হয়ে সঠিক বিষয়টি বলতে পারবো না। ভাইরাস-ব্যকটেরিয়া যে কোনও কিছুই হতে পারে। আমাদের তদন্ত দল এলে সবকিছু গণমাধ্যমকে জানানো হবে।’

সোমবার (২৫ ফেব্রুয়ারি) এই পরিবারের সদস্যদের লাশ দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. ফিরোজ জামান জুয়েল সারাবাংলাকে বলেন, ‘এটি মূলত ভাইরাস জনিত রোগ। এতে আতংকিত হওয়ার কিছু নেই। আজই ঢাকা থেকে একটি মেডিকেল টিম রংপুরে পৌঁছেছে। তারা বালিয়াডাঙ্গীতেও আসবেন। রোগীদের স্যাম্পল সংগ্রহ করে ঢাকাতে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা নীরিক্ষা চলছে।’

সারাবাংলা/জেএ/এসএমএন

অজ্ঞাত রোগ জাতীয় রোগতত্ত্ব ঠাকুরগাঁও রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর