ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে এক পরিবারের ৫ জনের মৃত্যু
২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৬ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৪
।। এমদাদুল ইসলাম ভূট্টো,ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পনের দিনের ব্যবধানে অজ্ঞাত রোগে একই পরিবারে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। ওই গ্রামসহ আশেপাশের এক কিলোমিটার এলাকার মধ্যে সব স্কুল বন্ধ ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন।
সোমবার(২৫ শে ফেব্রুয়ারি) এই পরিবারের সদস্যদের লাশ দাফন করা হয়।ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শাহনেওয়াজ রোগ নির্ণয় ও ঘটনা পর্যবেক্ষণে ঢাকা থেকে মেডিকেল টিম রংপুর পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোগ নির্ণয়ের কাজ শুরু হয়েছে । তবে ভয়ের কারণ নেই । স্থানীয় স্বাস্থ্যকর্মীরা এলাকাটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যার্টাজি । এই জনপ্রতিনিধি বলেন আক্রান্তদের ঠাকুরগাঁওয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করা যাচেছ না । তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. ফিরোজ জামান জুয়েল সারাবাংলাকে বলেন, এটি মূলত ভাইরাস জনিত রোগ। এতে আতংকিত হওয়ার কিছু নেই। আজই ঢাকা থেকে একটি মেডিকেল টিম রংপুরে পৌঁছেছে। তারা বালিয়াডাঙ্গীতেও আসবেন। রোগীদের স্যাম্পল সংগ্রহ করে ঢাকাতে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা নীরিক্ষা চলছে।
গত ৯ ফেব্রুয়ারি প্রথমে আক্রান্ত হন বালিয়াডাঙ্গীর ধনতলা ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের তাহের আলী (৬৫)। দু-একদিনের ব্যবধানে তার স্ত্রী হুসনে আরা (৫২), ছেলে ইউসুফ আলী (২৭) ও মেয়ে জামাই হাবিবুর রহমানও(২৯) অজ্ঞাত এই রোগে আক্রান্ত হন।
তাহের আলী ও তার স্ত্রী দুই দিনের ব্যবধানে মারা যান । এর কয়েকদিন পর মেয়ে জামাই হাবিবুর মারা যান । রোববার সকালে তাহের বড় ছেলে ইউসুফের মৃত্যু হয়। ওইদিনই ছোট ছেলে মেহেদী হাসান (২৫) কে মুমূর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসিদের মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদ করিম বলেন তিনি ইউসুফের জানাযা নামাজ পড়েই ভয়ে এলাকা ছেড়েছি। একই কথা বলেন স্কুল শিক্ষক খায়রুল আলমসহ আরও অনেকে।
সারাবাংলা/জেডএফ