Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপিয়ান আ.লীগের নতুন কমিটিকে নেতৃবৃন্দের শুভেচ্ছা


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:০৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:১০

।। ইউরোপ থেকে ।।

প্রধানমন্ত্রী ও বাংলদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ঘোষিত সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ।

ইউরোপ জুড়ে আওয়ামী লীগের শক্ত ভিতকে আরও বেশি সুদৃঢ় করার লক্ষে নতুন নেতৃত্বের নির্দেশ বাস্তবায়নে কাজ করবেন বলে ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অঙ্গীকার করেছেন। আগামী দিনে ইউরোপের যোগ্য পরিশ্রমী ত্যাগী ও মেধাবীদের নিয়ে ইউরোপ আওয়ামী গঠিত হবে বলে প্রত্যাশা করেন তারা।

বিবৃতিতে সম্মতি জানান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম সাধারণ সম্পাদক, মহসিন উদ্দিন খান জার্মানি আওয়ামী লীগের সভাপতি, বশিরুল আলম চৌধুরী সাবু সাধারণ সম্পাদক, শেখ বাদল আহমেদ ইতালি আওয়ামী লীগের সভাপতি, ইদ্রিস ফারাজী সাধারণ সম্পাদক, হাসান ইকবাল অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি, হাফিজুর রহমান খন্দকার সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি, শহিদুল হক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর চৌধুরী রতন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি, ইকবাল হোসেন মিঠু সাধারণ সম্পাদক, ডা. বিদ্যুৎ বড়ুয়া ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি, আলী রমজান সাধারণ সম্পাদক, মাইনুল ইসলাম সুইডেন আওয়ামী লীগের সভাপতি, জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, ড. ফরহাদ আলী খান স্পেন আওয়ামী লীগের সভাপতি, আখতার হোসেন আতা সাধারণ সম্পাদক, রিজভী আলম হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি, শাহাদাত হোসেন তপন সাধারণ সম্পাদক, মুরাদ খান সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি, তাজুল ইসলাম সাধারণ সম্পাদক, শ্যামল খান নরওয়ে আওয়ামী লীগের সভাপতি, রুহুল আমিন মজুমদার সাধারণ সম্পাদক, মফিজুর রহমান পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি, জহিরুল আলম জসিম সাধারণ সম্পাদক, শওকত ওসমান গ্রিস আওয়ামী লীগের সভাপতি রাকিব মৃধা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি কিবরিয়া হায়দার, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর