ঢামেক গোসলখানা থেকে উদ্ধার নবজাতকটি বেঁচে নেই
২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গোসলখানা থেকে উদ্ধার করা একদিন বয়সী নবজাতকটি মারা গেছে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চিকিৎসকরা যথেষ্ট চেষ্টা করেছিলেন। তবে উদ্ধার করার পর একদিনও বাঁচিয়ে রাখা যায়নি শিশুটিকে।
তিনি জানান, রোববার ভোর ৬টার দিকে নবজাতকটিকে ঢামেক হাসপাতাল নতুন ভবনের গোসলখানা থেকে উদ্ধার করা হয়েছিল। অপরিণত অবস্থায় জন্ম নিয়েছিল শিশুটি। তাকে উদ্ধারের পরপরই এনআইসিইউতে ভর্তি করা হয়।
জানা যায়, রোববার ভোরের দিকে এক নারী গোসল করতে গিয়ে সেখানে ওই নবজাতককে দেখতে পান। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা এসে শিশুটিকে উদ্ধার করে।
হাসপাতালের এনআইসিইউয়ের দায়িত্বরত চিকিৎসক ডা. উবায়দা জানিয়েছিলেন, শিশুটির ওজন ৮০০ গ্রাম। অপরিণত বয়সে সে ভূমিষ্ঠ হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/টিআর