Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাই যাচ্ছেন ছিনতাইয়ের কবলে পড়া বিমানযাত্রীরা


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: ছিনতাইয়ের চেষ্টা হওয়া উড়োজাহাজের যাত্রীদের নিয়ে আরেকটি উড়োজাহাজ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। দুপুর ১ টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৭ দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার সরওয়ার ই জাহান সারাবাংলাকে জানান, ১৪৭ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি রওনা দিয়েছে। এর মধ্যে ছিনতাইয়ের চেষ্টা হওয়া বিমানের ১২০ জনের মতো যাত্রী আছেন।

এর মধ্য দিয়ে প্রায় ২০ ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকার পর দুবাইয়ের উদ্দেশে ওই উড়োজাহাজের যাত্রীরা চট্টগ্রাম ছেড়ে গেলেন।

ছিনতাইয়ের চেষ্টা হওয়া উড়োজাহাজটি রানওয়েতে আগের অবস্থানে আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি  ফ্লাইট  জরুরি অবতরণ করে শাহ আমানত বিমানবন্দরে। র‌্যাবের সূত্রমতে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করে পলাশ নামে এক ব্যক্তি। অবশেষে প্যারা কমান্ডো ব্যাটেলিয়ন দ্রুততম সময়ে বিমানবন্দরে এসে সফল অভিযান চালিয়ে ছিনতাইয়ের অবসান ঘটায়। এসময় কমান্ডোদের গুলিতে নিহত হন বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ।

সারাবাংলা/আরডি/এনএইচ

আরও পড়ুন:

উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারীর নাম পলাশ, বাড়ি নারায়ণগঞ্জ

পিস্তলটি খেলনা কিনা তা এখনও নিশ্চিত নই: বিমান প্রতিমন্ত্রী

বিমান ছিনতাইয়ের চেষ্টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর