Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলী‌গের বিদ্রোহী প্যানেল ঘোষণা


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৪

।। ঢা‌বি ক‌রেসপ‌ন্ডেন্ট।।

ডাকসু নির্বাচনে ছাত্রলী‌গের এক‌টি বি‌দ্রোহী প্যা‌নেল আ‌ত্মপ্রকাশ ক‌রে‌ছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫মি‌নিটে বিশ্ব‌বিদ্যাল‌য়ের মধুর ক্যা‌ন্টি‌নে এই প্যানেল ঘোষণা ক‌রা হয়।

এই প্যা‌নে‌লে ভি‌পি প‌দে লড়‌বেন ছাত্রলী‌গের গত ক‌মি‌টির কেন্দ্রীয় সহ-সভাপ‌তি সোহান খান, সাধারণ সম্পাদক প‌দে জহুরুল হক হ‌লের সা‌বেক সাংগঠ‌নিক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সাধারণ সম্পাদক প‌দে ছাত্রলী‌গের গত কেন্দ্রীয় ক‌মি‌টির সহ-সম্পাদক মোহাম্মদ র‌নি লড়‌বেন।

তবে সংবাদ সম্মেল‌নে তারা তা‌দের বি‌দ্রোহী প্যা‌নেল না বলার আহ্বান জানি‌য়েছেন। নি‌জে‌দের সাধারণ শিক্ষার্থী ও মু‌ক্তিযু‌দ্ধের প‌ক্ষের শ‌ক্তি হি‌সে‌বে দা‌বি ক‌রে তারা জানান, ছাত্রলী‌গের স‌ঙ্গে তা‌দের কো‌নো সংঘর্ষ নেই।

ত‌বে সূত্র জা‌নি‌য়ে‌ছে, এই বি‌দ্রোহী প্যা‌নে‌লের যারা প্রার্থী তারা ছাত্রলী‌গের সাইফুর রহমান সোহাগ ও জা‌কির হো‌সেন ক‌মি‌টির বিরু‌দ্ধে দ্রুত সম্মেলন করার জন্য বি‌দ্রোহ ক‌রেন এবং সফল হন। কিন্তু গতকাল ছাত্রলীগ ডাকসু ও হল সংস‌দের যে প্যা‌নেল ঘোষণা ক‌রে‌ছে, সেখা‌নে তা‌দের অবস্থান না থাকায় তারা এই বি‌দ্রোহ করেছেন।

সারাবাংলা/কেকে/এনএইচ

ছাত্রলীগ ডাকসু নির্বাচন বিদ্রোহী গ্রুপ