Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ঘটনায় পুলিশ পিকআপ ভ্যান, এএসআই নিহত ও আহত ৪


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৫ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দায়িত্ব পালন শেষে ভোর রাতে থানায় ফেরার পথে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়েছে পুলিশ সদস্যদের বহনকারী একটি পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই মারা যান আশুলিয়া থানার এএসআই জসিম উদ্দিন (২৮)। এছাড়া, দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার পুলিশ সদস্য। আহতদের উদ্ধার করে আশুলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, পুলিশ পিকআপ ভ্যানটি নরসিংহপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ রিজাউল হক দিপু।

এ এস আই জসিম উদ্দিন মাদারীপুর জেলার সদর থানার বামনদি গ্রামের মোকছেদ মিয়ার ছেলে।তার মৃত্যুতে পুলিশের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছে পুলিশ।

সারাবাংলা/এনএইচ

পুলিশ সদস্যের মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর