Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে নিহতদের স্মরণে আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) পালন করা হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। এদিন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দফতর থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়েছিল।

সেই নোটিশে বলা হয়, বুধবার রাতে  নন্দকুমার দত্ত রোড ও চুড়িহাট্টা শাহী জামে মসজিদ এলাকায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের জন্য রাষ্ট্রীয় শোক পালিত হবে।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে দশটায় শুরু হয়ে পরের দিন সকাল পর্যন্ত জ্বলতে থাকা ভয়াবহ আগুনের ঘটনায় ৬৭ জনের প্রাণহানি ঘটে, আহত হয় আরও প্রায় অর্ধশত।

সারাবাংলা/এনএইচ

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড রাষ্ট্রীয় শোক

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর