Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান ছিনতাইয়ের অপচেষ্টা নস্যাৎ করল সেনা কমান্ডোরা: আইএসপিআর


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৫১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৯

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: বিশেষ প্যারা কমান্ডোর দলের মাত্র ৮ মিনিটের অভিযানেই ‘পরাভূত’ হয়েছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা অস্ত্রধারী। সোমবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

৮ মিনিটেই ‘পরাভূত’ উড়োজাহাজ ছিনতাইকারী

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৭ একজন যাত্রী কর্তৃক ছিনতাইয়ের অপচেষ্টা করা হলে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানের ক্রুরা কৌশলে ১৪২ জন যাত্রীকে বিমান থেকে নিরাপদে বের করে দেয়। তবে ছিনতাইকারী বিমানের একজন ক্রুকে জিম্মি করতে সক্ষম হয়। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট সহায়তা চাওয়া হলে সেনাবাহিনীর কমান্ডো দল ও ২৪ পদাতিক ডিভিশনের কুইক রিয়েকশন ফোর্স (কিউআরএফ) প্লাটুন অতি দ্রুত চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায়।’

আরও পড়ুন- চট্টগ্রাম বিমানবন্দরে সন্ত্রাসীর কবলে বিমানের উড়োজাহাজ!

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সেনাবাহিনীর একটি কমান্ডো দল কুতুবদিয়ায় চলমান যৌথ অনুশীলনের জন্য চট্টগ্রামের নৌবাহিনী বেজ ইশা খায় ঐ সময় অবস্থান করছিল। এমতাবস্থায় সেনা প্রধানের নির্দেশক্রমে ও জিওসি ২৪ পদাতিক ডিভিশন এর তত্ত্বাবধানে এবং লেফটেন্যান্ট কর্নেল ইমরুল, অধিনায়ক এক প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এর নেতৃত্বে ছিনতাইকারীকে আটক করার জন্য আনুমানিক সন্ধ্যা সাতটা ২০ মিনিট অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক অবস্থায় ছিনতাইকারীকে আত্মসমর্পণের জন্য আহবান করা হলেও ছিনতাইকারী আত্মসমর্পণ না করে আক্রমণাত্মক হয়ে ওঠে। এমতাবস্থায় ছিনতাইকারীকে নিবৃত করার লক্ষ্যে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।। গুলিবিদ্ধ অবস্থায় ছিনতাইকারীকে বিমানের বাইরে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সেনা কমান্ডোদের তড়িৎ এবং সফল অভিযানের কারণে এই উদ্ভূত পরিস্থিতি মাত্র আট মিনিটেই নিয়ন্ত্রণে আনা এবং ছিনতাই নাটকের অবসান ঘটানো সম্ভব হয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

আরও পড়ুন:

কমান্ডো অভিযানে উড়োজাহাজ ‘ছিনতাইকারী’র মৃত্যু

শাহ আমানতের পরিস্থিতি নিয়ন্ত্রণে, অভিযানের প্রস্তুতি

শাহ আমানতে অস্ত্রধারী আটক

২ কেবিন ক্রু জিম্মি!

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় কমান্ডোদের অভিযান

উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শাহ আমানত বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর