ভেবেছিলাম আমরা শেষ: বিমানের যাত্রী
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: ‘আমরা অত বুঝি নাই। গুলির শব্দ পাইছি, কেউ কেউ বলছিল বোমা বিস্ফোরণ হচ্ছে। আমি ভাবছিলাম আগুন ধরছে।’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ছিনতাইচেষ্টার শিকার দুবাইগামী বিমানটির যাত্রী ইভা এভাবেই ঘটনার বর্ণনা দেন।
সারাবাংলাকে ইভা জানান, তিনি সন্তানসহ ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন। বিমান থেকে যাত্রীদের নামিয়ে নেওয়ার পরও তিনি ছিলেন আতঙ্কে।
বেশ খানিকটা সময় ভয়ার্ত কণ্ঠে সারাবাংলাকে ইভা বলেন, ‘ওই সময়তো সবাই দোয়া পড়ছিল, চিৎকার করছিল, কান্নাকাটি করছিল। বিমানটি বাঁকা, উঁচু-নিচু করছিল। ’ তিনি আরও বলেন, ‘এয়ারহোস্টেসরা সিট বেল্ট বেঁধে যাত্রীদের আসনে বসে পড়েছিল। আমরা তো ভাবছি, শেষ। সবাই লাইফ জ্যাকেট পরে ফেলছে। অনেকক্ষণ এরকম হওয়ার পর ল্যান্ড করছে বিমানটা।’
ছিনতাইকারীকে দেখেছেন কি না, এমন প্রশ্নের জবাবে ইভা বলেন, ‘ভয়ে অস্থির হয়ে ছিলাম, ছিনতাইকারী কী দেখবো?
আমি কথা বলতে পারছি না। ’ তবে তিনি এও বলেন, ‘শুনেছি পাইলটকে আটকে রেখেছে। প্রথমে গেট দিয়ে নামতে পারি নাই। ‘ পরে বিমানের পাশের জরুরি গেট দিয়ে আমাদের নিচে নামানো হয় বলেও তিনি জানান।
সারাবাংলা/জেএ/এমএনএইচ