Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজারে আগুনে নিহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব


২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৪৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সংসদ ভবন থেকে: রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে সর্বসম্মত শোক প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ।

রোববার (২৪ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনের শুরুতেই নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব উত্থাপন করেন। এসময় তিনি বলেন, গত বুধবার চকবাজারে ভয়াল অগ্নিকাণ্ডের ঘটনায় এবং ওই ঘটনায় মৃত্যুবরণকারীদের প্রতি জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। জাতীয় সংসদ মৃত্যুবরণকারী ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করছে ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সেই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের আশু সুস্থতা কামনা করছে।

স্পিকার শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণের জন্য সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানান। এরপর প্রস্তাবটি সর্বসম্মতক্রমে গৃহীত হয়।

সারাবাংলা/এএইচএইচ/এসএমএন

একাদশ জাতীয় সংসদ অধিবেশন চকবাজারে আগুন শোক প্রস্তাব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর