চকবাজারে আগুনের ঘটনায় শোক প্রস্তাব উঠবে সংসদে: স্পিকার
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:২৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে যান ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় চিকিৎসক, রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে বার্ন ইউনিটের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, চকবাজারের ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি শোক জানাতে জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হবে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক জানিয়ে শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘তবে তাদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসার সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রেখেছেন।’
এ সময় স্পিকারের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬৭ জনের প্রাণহানিসহ বিপুল সম্পদহানি ঘটে।
সারাবাংলা/এএইচএইচ/এসএসআর/এসএমএন