Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে আনসার আল ইসলামের এক সদস্য আটক


২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জসিম উদ্দিন (২৩) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

রোববার (২৪ ফেব্রুয়ারি) ভোরে বাবলা উপজেলার মাথাভাঙ্গা গ্রামের সরকারি প্রাইমারি বিদ্যালয়ের পেছনের মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক জসিম ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে।

র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জসিম উদ্দিন জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। নিজের নামে ফেসবুকে আইডি খুলে উগ্র জঙ্গি মতবাদ প্রচার করে আসছিল। তিনি ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট শেয়ার করতে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে ভোরের দিকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

সারাবাংলা/কেকে/এমএইচ

জঙ্গি ঝিনাইদহ র‍্যাব