Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে ই-কমার্সের প্রসারে টেকহাবের প্রশিক্ষণ কর্মশালা


২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।

মানিকগঞ্জ: কানেকটিং রুরাল কমিউনিটি উইথ ই-কমার্স বা গ্রামীণ বাংলাদেশকে ই-কমার্সে রূপান্তরিত করার উদ্দেশ্য নিয়ে মানিকগঞ্জে টেকহাবের প্রিয়শপের শুরু হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (২৩ ফেব্রুয়ারি) মাইক্রোসফট ইয়াং-বাংলা টেকহাব এবং প্রিয়শপের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে টেকহাব।

একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের তৈরি করা পণ্যগুলো বিক্রয়ের প্লাটফর্ম হিসেবে মানিকগঞ্জ টেকহাবে কার্যক্রম শুরু করেছে শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট প্রিয়শপ ডটকম। PriyoShop.com এর সকল পণ্য এবং বিক্রয়োত্তর সেবা মিলবে এই টেকহাবে।

গ্রামীণ ই-বাণিজ্যের প্রসার এবং ডিজিটাল সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে যৌথ উদ্যোগে কাজ শুরু করেছে প্রিয়শপ ডটকম এবং মাইক্রোসফট-ইয়াংবাংলা টেকহাব।

প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, ‘টেকহাবের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্যগুলোকে নিয়ে ‘মেইড ইন বাংলাদেশ’কে প্রমোট করতে চাই এবং সমগ্র বাংলাদেশে পণ্য ও সেবার সহজলভ্যতা নিশ্চিত করতে চাই।’

মাইক্রোসফট ইয়াংবাংলা টেক হাবের চিফ অপারেশন সুলতানা রাজিয়া বলেন, ‘প্রতিটি টেক হাবকে বিজনেস সেন্টারে রূপান্তর করা হবে। ৬৪ জেলায় পর্যায়ক্রমে এই সেবা চালু করা হবে। সহযোগী শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট প্রিয়শপ ডটকমের মাধ্যমে সারা বাংলাদেশে ৬৪০০ তরুণ উদ্যোক্তার কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হচ্ছে।’

প্রিয়শপের মূল উদ্দেশ্য হল গ্রামীণ জনগনের ডিজিটাল টাচ পয়েন্ট হিসেবে কাজ করা যা গ্রামীণ জনগণের বিখ্যাত সব ব্র্যান্ড পণ্যের চাহিদা পূরণসহ গুণগত ও মানসম্মত পণ্য পৌঁছে দেবে। টেকহাবের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তারা তাদের এলাকার তৈরি ঐতিহ্যবাহী পণ্যগুলো বিক্রি করতে পারবে এবং একই সঙ্গে  প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে বসে ই-কমার্স প্লাটফর্মের পণ্য ডেলিভারি নিতে পারবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

টেকহাব প্রশিক্ষণ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর