বিষাক্ত বর্জ্য দূষিত করছে বংশীর পানি
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৯
সাভারের অধিকাংশ কলকারখানায় ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) না থাকায় কোনোরকম শোধন ছাড়ায় দূষিত পানি নদীতে গিয়ে মিশছে। বিষাক্ত কেমিক্যাল মিশে লাল রং ধারণ করেছে নদীর পানি। সাভারের উলাইল কর্ণপাড়া এলাকা থেকে বংশী নদী দূষণের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান
সারাবাংলা/এমআই