ইট দিয়ে ঢেকে পাচার হচ্ছিল ৩০০ ঘনফুট সেগুন কাঠ
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ফেনী: ফেনীর মহিপাল থেকে অবৈধ সেগুন ও গামারি কাঠ বোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অভিযান চালিয়ে সামাজিক বন বিভাগের একটি টহলদল ট্রাকটি আটক করে।
তবে পালিয়ে যান ট্রাকটির চালক ও তার সহকারী।
ফেনীর সামাজিক বন বিভাগের বিশেষ টহল দলের অধিনায়ক আবু তারেক খোন্দকার জানান, কাঠভর্তি ট্রাকের চারপাশে ইট রেখে অভিনব কায়দায় কাঠ পাচার করা হচ্ছিলো। ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু সন্দেহ হওয়ায় তা তল্লাশী করেন বন বিভাগের টহলদলের সদস্যরা। এসয় প্রায় ৩০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
জব্দ করা ট্রাকসহ সেগুনকাঠ, গামারীকাঠ সামাজিক বন বিভাগ ফেনী কার্যালয়ে রয়েছে। এ বিষয়ে একটি বিভাগীয় মামলা দায়ের করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
সারাবাংলা/এসএমএন