Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ট্রাক উল্টে হেলপারের মৃত্যু


২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫২

।।ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাজবাড়ী: রাজবাড়ীতে বালিবাহী ট্রাক উল্টে খাদে পড়ে রাজু শেখ (৩৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের বসন্তপুর বাজারের পাশে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজু ফরিদপুরের নগরকান্দা তালমা গ্রামের দিলু শেখের ছেলে। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বসন্তপুর বাজারের হোটেল ব্যবসায়ী ফারুক আহমেদ সারাবাংলাকে বলেন, ‘গোয়ালন্দ মোড়ের দিক থেকে ফরিদপুরমুখী বালিবাহী ট্রাকটি বসন্তপুর বাজারের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাজারের দোকানিরা দৌড়ে গিয়ে দেখেন একজন ট্রাকের নিচে চাপা পড়ে আছে। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।‘

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী সারাবাংলাকে জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাকটির চালক পালিয়ে যান। নিহত ব্যক্তি ওই ট্রাকের হেলপার। তার বুকে চাপ লেগেছিল। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সারাবাংলা/এমএইচ

ট্রাকচাপা দুর্ঘটনা রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর