অগ্নিদগ্ধদের দেখতে ঢামেক হাসপাতালে পৌছেছেন প্রধানমন্ত্রী
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৭ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: চকবাজারে আগুনে দগ্ধ ও আহতদের খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পৌছান।
এরআগে, সকাল থেকেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঢাকা মেডিকেল কলেজে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেনসহ অনেকেই।
গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৬ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯টি মরদেহ সনাক্তের জন্য ৩১ স্বজনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘটনার প্রতি মুহূর্তের খোঁজ-খবর নেন, পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন। এ ছাড়া পরবর্তী সময়ে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।
সারাবাংলা/জেএ/এমএইচ