টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তিনজন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার হতেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুর্ঘটনায় মৃতরা হলেন- মাইক্রোবাসের চালক মোশারফ হোসেন মুসা ও চাপাইনবাবগঞ্জের অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল। মৃত শাহজামাল সুশাসনের জন্যে নাগরিক সুজনের চাপাইনবাবগঞ্জের সভাপতি ছিলেন।
ওসি মোশাররফ হোসেন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ভোরে হতেয়ায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত গাড়িচাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এতে মাইক্রোবাসের আরও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমএইচ