আসামে বিষাক্ত মদপানে ৩৫ জনের মৃত্যু
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০০
।। আন্তর্জাতিক ডেস্ক।।
ঢাকা: ভারতের আসামে ‘বিষাক্ত মদ’ পান করে ৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই চা-বাগানের শ্রমিক। এদের মধ্যে ১৫ জন নারীও রয়েছেন। এ ঘটনায় আরও ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার ও এনডিটিভির।
পুলিশ জানায়, গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানে এ ঘটনা ঘটেছে। বিষাক্ত মদপানের কারণে চা কর্মীদের বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইন্দুকল্পা বরদোলই এবং দেবা বোড়া নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মদপানে মারা যাওয়া বেশিরভাগই সালমারা চা বাগানের কর্মী ছিলেন। চা বাগানের পাশেই দেশি মদ প্রতি গ্লাস ১০ টাকা কিংবা ২০ টাকা দরে বিক্রি করা হত। ওই মদ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তারা। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতরা মিথাইল অ্যালোকোহল মিশ্রিত মদ পান করেছিল।
সারাবাংলা/এমএইচ