Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজারের আগুন নিয়ে বিএনপির মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: তথ্যমন্ত্রী


২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৪ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: যারা মানুষ পুড়িয়ে মারে তাদের মুখে অগ্নিকাণ্ড নিয়ে মন্তব্য শোভা পায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে সরকারকে দায়ী করার অপপ্রয়াসমূলক বিএনপির মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।  শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সে দায় নেতা হিসেবে খালেদা জিয়া বা ফখরুল ইসলাম আলমগীর, এড়াতে পারেন না। সেগুলো এমন দুর্ঘটনা ছিল না, হত্যাকাণ্ড ছিল। ’

হাছান মাহমুদ বলেন, ‘মর্মান্তিক এ ঘটনায় প্রধানমন্ত্রী বিনিদ্র রাত কাটিয়েছেন, বারবার দিকনির্দেশনা দিয়েছেন, সরকার পূর্ণ তৎপর রয়েছে। বিরোধী দলের উচিত এধরনের দুর্ঘটনায় সরকারের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করা।’

এ সময় পাশের দেশ ভারতের উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের কয়েক মাস আগেও সে দেশে বিরোধী দল দুর্যোগ মোকাবিলায় সরকারের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজের ঘোষণা দিয়েছে।’

এটি দুর্ঘটনা, না উদ্দেশ্যমূলক—এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘সেটি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত শেষে বেরিয়ে আসবে।’

জাতীয় ঐক্য ফ্রন্ট ডাকা গণশুনানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ আজ মর্মাহত, শোকাহত। এমন সময়ে গণশুনানির নামে নাটক না করে তাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো। ’

অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চুর সভাপতিত্বে সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, ড. ইনামুল হক, তৌকির আহমেদ, আফসানা মিমি, মাহফুজ, তানভীন সুইটি, তানিয়া, আহসান হাবিব নাসিমসহ কয়েকশত অভিনয়শিল্পী সম্মেলনে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএনএইচ

আগুন তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর