Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন কারণে আগুন লাগতে পারে: বিস্ফোরক পরিদর্শক


২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: চুড়িহাট্টার ভয়বাহ আগুনের ঘটনায় সম্ভাব্য তিনটি কারণ থাকতে পারে বলে ধারণা করছেন বিস্ফোরক পরিদফতরের প্রধান পরিদর্শক শামসুল আলম। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে অনেক ক্লু পেয়েছি।  ধারণা করা হচ্ছে—তিনটি কারণে আগুন লাগতে পারে। এগুলো হচ্ছে—ট্রান্সফরমার বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও কেমিক্যাল বিস্ফোরণ।’  শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান পরিদর্শক শামসুল আলম বলেন, ‘আমরা পুড়ে যাওয়া কয়েকটি গাড়ি চেক করেছি। অনেকেই দুর্ঘটনাস্থলে থাকা যেই পিকআপটির সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাতের কথা বলেছিল। কিন্তু সেই পিকআপের সিলিন্ডারটি অক্ষত অবস্থায় আছে।

শামসুল আলম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, এই এলাকায় বেশ কিছু কেমিক্যালের দোকান রয়েছে।  এছাড়া ওয়াহিদ ম্যানশনের নিচে বেশ কিছু প্লাস্টিকের দানার দোকান ছিল।  এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।’

সিলিন্ডারের লাইসেন্স দেওয়া প্রসঙ্গে শামসুল আলম বলেন, ‘আমরা সিলিন্ডারের লাইসেন্স দেই আবাসিক ও বাণিজ্যিক—এই দুই কারণে।  কিন্তু কোন এলাকায় কী পরিমাণ কেমিক্যাল ইন্ডাস্ট্রি থাকবে, সেটা আমাদের দেখার বিষয় নয়। সেটি দেখে রাজউক।’

বিস্ফোরক পরিদফতরের প্রধান পরিদর্শক বলেন, ‘কয়েক দিন আগে মেয়র সাহেব (সাঈদ খোকন) আমাদের নিয়ে এসব এলাকা পরিদর্শন করেন। নানা উদ্যোগের কথা আলোচনা হচ্ছিল।  আরও আগে শুরু করা গেলে হয়তো এ ঘটনা ঘটতো না।  আগুন লাগতেই পারে। কিন্তু সে আগুন কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেটাই মূল বিষয়।’

বিজ্ঞাপন

আরও পড়ুন- ‘কেমিক্যাল অবশ্যই ছিল, অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না’

প্রসঙ্গত, আগুন লাগার ঘটনায় বিস্ফোরক পরিদফতর থেকে তিন সদস্যের  একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  পরিদফতরের প্রধান পরিদর্শক শামসুল আলমকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন পরিদর্শক মুনীরা ইয়াসমিন ও তোফাজ্জল হোসেন।  এই কমিটিকে সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে চুড়িহাট্টার হাজী ওয়াহেদ ম্যানসনে। প্রত্যক্ষদর্শীদের কারও কারও দাবি, ওয়াহেদ ম্যানসনের সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।

কেউ বলছেন, আগুনের সূত্রপাত হোটেল আমানিয়া থেকে। কেউ মনে করছেন, ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার কেমিক্যালের গোডাউন থেকেই শুরু আগুনের। তবে কেমিক্যালের গোডাউনে আগুন লাগার পর তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ভবনে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।

উদ্ধার পরবর্তী সময়ে ৬৭ জনের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও ৪১ জন।

সারাবাংলা/ইউজে/এমএনএইচ

কেমিক্যাল বিস্ফোরণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চকবাজারে আগুন ট্রান্সফরমার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর