Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের গণশুনানি চলছে


২২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৯ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনিয়ম তুলে ধরে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি চলছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ গণশুনানি শুরু হয়। শুনানির শুরুতে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রস্তাব উপস্থাপন করেন। এতে অংশ নিয়েছেন বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই অধিবেশনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে জুরি বোর্ডের সদস্য রয়েছেন ছয়জন। তারা ধানের শীষের প্রার্থীদের কাছে ভোটের অনিয়মের বর্ণনা শুনছেন।

শুনানিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন প্রার্থী তার নির্বাচনি এলাকা নিয়ে বক্তব্য দেন। এ সময় তারা ৩০ ডিসেম্বরের নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন বলে আখ্যায়িত করেন।

যশোর (৩ আসন)  প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচনের আগে আমার উপর তিন দফায় হামলা হয়েছে, আমার এক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি বলেন, ভোটের দিন সকাল ১০ টার মধ্যে সব ব্যালট শেষ হয়ে যায়। এটা কিসের ভোট হয়েছে। প্রশাসনের সহযোগিতায় ভোট ডাকাতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সিরাজগঞ্জের এমপি প্রার্থী রুমানা মাহমুদ তার কর্মী মেরি বেগমের চোখ হারানোর কথা বলেন। এ সময় তিনি তার গুলির ঘটনা তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে চোখ ফেরত চান, তা না হলে ভোট দেয়ার অধিকার চান। গণশুনানির পর গণ আদালত দিয়ে নতুন কর্মসূচি দেয়ার আহবান জানান।
জেলায় জেলায় গণ আদালত বসিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। ওই আদালতে জনগণ তার রায় দেবে। এক দফা কর্মসূচি দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করার দাবি জানান তারা।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সরকারবিরোধী সব রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা গণশুনানিতে উপস্থিত আছেন। গণশুনানিতে জুরি বোর্ডের সদস্য হিসেবে আছেন, অধ্যাপক দিলারা চৌধুরী, ড. এমাজউদ্দীন আহমেদ, ড. আসিফ নজরুল, ড. নুরুল আমিন বেপারি, অ্যাডভোকেট মহসিন রশিদ ও আনিসুর রহমান খান।

বিজ্ঞাপন

শুনানিতে ২৯৮ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ভোটকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানা অনিয়মের বর্ণনা দেবেন।

সবশেষে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।

সারাবাংলা/এজেডকে/জেএএম

একাদশ জাতীয় নির্বাচন ঐক্যফ্রন্ট গণশুনানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর