ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল আমিন জানান, ঘন কুয়াশায় পদ্মা নদীর দিক নির্দেশনামূলক বাতিগুলো ঝাপসা হয়ে এসেছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা ২০ মিনিট থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার শুরু হবে।
রুহুল আমিন জানান, কুয়াশার কারণে মাঝ পদ্মায় কোনো ফেরি আটকে নেই। আর ফেরি চলাচল বন্ধ থাকলেও নদী পারের অপেক্ষায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে অপেক্ষমাণ যানবাহনও খুব বেশি নেই বলে জানান তিনি।
সারাবাংলা/টিআর