Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্থায়ী শহিদ মিনারে ফুল দিলেন ইতালি প্রবাসীরা


২২ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৫২

।। ইতালি করেসপন্ডেন্ট ।।

ইতালিতে পালিত হলো শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানী রোমের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিওতে বাংলাদেশ দূতাবাস নির্মিত অস্থায়ী শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।

এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে একে একে ইতালি আওয়ামী লীগ ,যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

বাংলাদেশ সমিতি ইতালি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি, বরিশাল বিভাগ সমিতি, বৃহত্তর কুমিল্লা সমিতি এবং অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব ও বাংলা প্রেসক্লাব ইতালির কর্মকর্তারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বাংলা ভাষার মর্যাদা সারা বিশ্বকে ছড়িয়ে দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

এ সময় ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, যুবলীগের সভাপতি উজ্জ্বল মৃধা, সাধারণ সম্পাদক এনায়েত করিম, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী, মহিলা আওয়ামী লীগের ইয়াসিন আক্তার রোজী, নায়না আহমেদ, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এর সভাপতি মনিরুজ্জামান মনির, বাংলা প্রেসক্লাব ইতালির ভারপ্রাপ্ত সভাপতি লাবন্য চৌধুরীসহ রোমের প্রবাসী বাংলাদেশিরাও ফুল দিয়ে ভাষা শহিদদের স্মরণ করেন।

সারাবাংলা/এসএমএন

অমর একুশে ইতালি দূতাবাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর