Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনের ঘটনা সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম


২২ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৯ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকায় কয়েকটি ভবনে আগুনের ঘটনা সংশ্লিষ্ট জরুরি কাজ সমন্বয়ের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ এই কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছে।

কন্ট্রোল রুমের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত থেকে কাজ শুরু করেছে এই কন্ট্রোল রুম। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত এর কার্যক্রম চলবে।

সন্ধ্যায় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

এই কন্ট্রোল রুম পুড়ে যাওয়া এলাকায় উদ্ধার কাজ, চিকিৎসা সেবা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিখোঁজ ও আগুনে নিহতদের তথ্য নিতে আসা স্বজনদের সহায়তা করবে।

প্রসঙ্গত, ‍বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে দশটার রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকার ওয়াহেদ ম্যানসনে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন আশেপাশের আরও চারটি ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: ৩ বন্ধু বেঁচে ফিরেছে, একজন লাশ, এখনও নিখোঁজ রোহান
লাশ বেড়ে ৮১, ঠাঁই হচ্ছে না ঢামেক মর্গে!
‘শিশুটিকে কোলে রেখেই পুড়ে গেলেন মা’
‘সব বডি পুড়ে কয়লা, ভাইয়ের লাশটাই খুঁজে পাচ্ছি না’
সব পুড়ে ছাই, শুধু পড়ে ছিল ৪টি খুলি
মর্গ উপচে লাশের সারি বারান্দায়, ব্যাগের ছাইয়ে প্রিয়জনের খোঁজ

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/এসএমএন

কন্ট্রোল রুম চকবাজারে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর