প্রিয়জনের লাশ বুঝে নিচ্ছেন স্বজনরা
২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪২ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে চকবাজারের আগুনের ঘটনায় দগ্ধদের লাশ হস্তান্তর শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে প্রিয়জনদের লাশ নেওয়া শুরু করেছেন স্বজনরা। বিকাল ৫টা পর্যন্ত ২২ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসন।
যাদের লাশ হস্তান্তর করা হলো, তারা হলেন—নোয়াখালী সোনাইমুড়ির সাহাবুল্লাহর দুই ছেলে মাহবুবুর রহমান রাজু (৩০), ও মাসুদ রানা (৩৫); সোনাইমুড়ির নাটেশ্বর এলাকার সুরুজ মিয়ার ছেলে সিদ্দিকউল্লাহ) ৪৫)।
চাঁদপুর হাজিগঞ্জের বাচ্চু মিয়ার ছেলে আবু বকর সিদ্দিক(২৭)। নোয়াখালী সোনাইমুড়ির বাসিন্দা আলী হোসেন (৭৫), নোয়াখালী চন্দ্রগঞ্জ উপজেলার মাহফুজুর রহমানের ছেলে মোশারফ হোসেন বাবু(৩৮), নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা কামাল হোসেন (৫২)।
শরীয়তপুর জাজিরা উপজেলার আব্দুল আজিজের ছেলে ইয়াছিন রনি (৩২), চকবাজার ওয়াটার ওয়াক্স রোডের বাসিন্দা জুম্মন আলী (৫৫), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মতলেব কাজীর ছেলে কাজী এনামুল হক অভি (২৭), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সন্তোসপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মজিবর হাওলাদার (৪৫) ও শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মুফতি ওমর ফারুক (৩৫)।
ঢাকার অতিরিক্ত বিভাগীয় সেলিম রেজা বলেন, ‘এখন পর্যন্ত ৬৭টা মৃতদেহ পেয়েছি। তিন জনের খণ্ডিত দেহ পাওয়া গেছে। ’ প্রতিটি লাশের দাফনের জন্য স্বজনদের ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে দশটার রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকার ওয়াহিদ ম্যানশনে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন আশেপাশের আরও চারটি ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ঘটনাস্থলে নিহতের লাশ ঢামেকের মর্গে রাখা হয়। পরদিন বৃহস্পতিবার লাশ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর শুরু করে ঢাকা জেলা প্রশাসন।
সারাবাংলা/এসএসআর/এমএনএইচ