Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবিতে আগুন তাণ্ডব


২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৩

চকবাজারের চুরিহাট্টা মসজিদ রোডের হাজী ওয়াহেদ ম্যানসনে লাগা আগুনে দ্গ্ধ হয়েছেন শতাধিক মানুষ। এ পর্যন্ত মরদেহই উদ্ধার করা হয়েছে ৮১টি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভয়াবহ এ আগুনের সূত্রপাত ওই ভবনের সামনে থাকা এক পিকআপের সিলিন্ডার থেকে। সিলিন্ডারের আগুন পাশের আমানিয়া হোটেলে ছড়িয়ে পড়লে সেখানকার কয়েকটি সিলিন্ডারও বিস্ফোরিত হয়। তবে ওয়াহেদ ম্যানসনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ছিল কেমিক্যাল গোডাউন। সেখানে আগুন পৌঁছালে তা আর দমিয়ে রাখা সম্ভব হয়নি। দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরও চারটি ভবনে।

রাত সাড়ে ১০টার পর আগুন লাগে ওয়াহিদ ম্যানশনে

 

বিজ্ঞাপন

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল বাহিনীর সদস্যরা

 

 

আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি ভবনেও

 

লাশ উদ্ধার করে নেওয়া হচ্ছে হাসপাতালে

 

 

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের পাশে টানানো মৃতের তালিকা থেকে স্বজনের নাম খুঁজছেন একজন

 

 

 

 

মৃত্যুপুরী

 

 

 

 

 

 

 

 

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর