Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রধানমন্ত্রীর


২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৩ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৪

ফাইল ছবি

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা আর্কাইভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই শোক ও সমবেদনা জানান।

শেখ হাসিনা বলেন, ‘রাতে খবর এলো চকবাজারে আগুন লেগেছে। সঙ্গে-সঙ্গে আমাদের ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। ৭০ জনের মতো নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। চার-পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। বাকিদের অবস্থা গুরুতর।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা আহত হয়েছে তাদের তাড়াতাড়ি সুচিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যারা নিহত হয়েছেন সেই সব পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’

সারাবাংলা/একে

আরও পড়ুন

৩ বন্ধু বেঁচে ফিরেছে, একজন লাশ, এখনও নিখোঁজ রোহান
লাশ বেড়ে ৮১, ঠাঁই হচ্ছে না ঢামেক মর্গে!
‘শিশুটিকে কোলে রেখেই পুড়ে গেলেন মা’
‘সব বডি পুড়ে কয়লা, ভাইয়ের লাশটাই খুঁজে পাচ্ছি না’
সব পুড়ে ছাই, শুধু পড়ে ছিল ৪টি খুলি
মর্গ উপচে লাশের সারি বারান্দায়, ব্যাগের ছাইয়ে প্রিয়জনের খোঁজ

২১ ফেব্রুয়ারি চকবাজার শেখ হাসিনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর