Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুয়েলার তদন্ত গ্রহণ করতে প্রস্তুত মার্কিন বিচার বিভাগ: সিএনএন


২১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫৭

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

২০১৬ মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ক অভিযোগ নিয়ে তদন্তকারী স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের প্রতিবেদন গ্রহণ করতে প্রস্তুত মার্কিন বিচার বিভাগ। খবর সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্সের।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, মুয়েলার অ্যাটর্নি জেনারেলের কাছে তার প্রতিবেদন জমা দিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যেই এমন ঘোষণা দেবে বিচার বিভাগ।

প্রত্যাশিত ঘোষণার পর মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার মুয়েলারের তদন্তটি পর্যালোচনা করবেন ও কংগ্রেসের কাছে এর সারমমর্ম জমা দেবেন।

বিচার বিভাগের এক মুখপাত্রের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এমনকি মুয়েলারের মুখপাত্র পিটার কারও এ বিষয়ে মন্তব্য করেননি।

এদিকে, ডেমোক্র্যাটরা উদ্বেগ প্রকাশ করেছেন যে বার, প্রতিবেদনটি সম্পূর্ণরূপে প্রকাশ করবেন না। উল্লেখ্য, প্রতিবেদনটি সম্পূর্ণরূপে জনসাধারণের কাছে প্রকাশের সম্পূর্ণ এখতিয়ার রয়েছে বারের কাছে।

তবে নতুন অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, তিনি যতটুকু সম্ভব ততটুকুই জনসাধারণের কাছে প্রকাশ করবেন।

এদিকে, বুধবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত সিএনএন’র প্রতিবেদন নিয়ে ট্রাম্প বলেছেন, এই প্রতিবেদন নিয়ে সকল সিদ্ধান্ত নেবেন বার।

তিনি বলেন, এটা সম্পূর্ণ অ্যাটর্নি জেনারেলের ওপর নির্ভর করে।

প্রসঙ্গত, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয় অভিযোগ নিয়ে তদন্ত করছেন স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলার ও তার টিম। অভিযোগ রয়েছে, রুশ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প শিবিরের কর্মকর্তারা করেছিল। পাশাপাশি ন্যায়ের পথে বাঁধা সৃষ্টির অভিযোগও ওঠেছে ট্রাম্পের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

ট্রাম্প তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। এমনকি রুশ হস্তক্ষেপ তদন্তকে তার প্রশাসনের বিরুদ্ধে একটি উইচ হান্ট হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়াও। কিন্তু এখন পর্যন্ত মুয়েলারের তদন্তে অন্তত ৩৪ জন ব্যক্তি দোষ স্বীকার করেছেন, অভিযুক্ত হয়েছেন বা তদন্তে জিজ্ঞাসাদের স্বীকার হয়েছেন। এদের মধ্যে ট্রাম্পের একাধিক শীর্ষ সহযোগীও রয়েছেন।

উল্লেখ্য, এই প্রতিবেদনই ট্রাম্পের বিরুদ্ধে চলমান আইনি জটিলতার সমাপ্তির ঘোষণা হবে না।

সারাবাংলা/ আরএ

মূয়েলার রুশ হস্তক্ষেপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর