চকবাজারে ফের আগুনের ধোঁয়া, আতঙ্ক
২১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চকবাজার থেকে: চকবাজারের ওয়াহেদ ম্যানসনের বিপরীত দিকের একটি ভবনে ফের আগুনের ধোঁয়া দেখা গেছে।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ওই ভবনের দ্বিতয়ি তলায় এই ধোঁয়া দেখা গেছে। এতে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তবে ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছে।
এর আগে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে আগুন লাগে চকবাজারের ওয়াহেদ ম্যানসনে। ওই ভবনে থাকা কেমিক্যালের গোডাউন থাকার কারণেই মূলত আশপাশের ভবনগুলোতে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ আরও ৪১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, আগুন তাদের ‘আওতাধীন’ রয়েছে, এখনই পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলা যাবে না।
এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ প্রেস ব্রিফিংয়ে জানান, এখন পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরও ৪১ জনকেও পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত জানাতে পারব।
ভেতরে আরও মরদেহ থাকার আশঙ্কা রয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনও খুঁজছি। নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান এসময় উপস্থিত ছিলেন। এরই মধ্যে স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সারাবাংলা/জিএস/টিআর