মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যু
২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০৮ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের পেরাক রাজ্যে আট তলা একটি ভবনে আগুন লেগে ৬ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দুই জন ভিয়েতনামি এবং একজন বাংলাদেশি। দ্য নিউজ।
বুধবার (২০ ফেব্রুয়ারি) ভবনটির চার তলায় আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে বলে জানায় কর্তৃপক্ষ।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইয়ানি সাইডন বলেন, ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দেখতে পেয়েছেন তারা। নিহতরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, আরও আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর বলে জানান এই কর্মকর্তা।
সাইয়ানি বলেন, যখন আগুন লাগে, তখন বিদ্যুৎ চলে যাওয়ায় ভেতরটা অন্ধকার হয়ে ছিল। সবাই বেরুতে পারেননি। এজন্যই হতাহতের ঘটনা ঘটেছে।
সারাবাংলা/এনএইচ