মোদি আমার বড় ভাই: সৌদি যুবরাজ
২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩৯ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২২
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করেছেন দেশটিতে সফররত সৌদি যুবরাজ সালমান। যুবরাজ বলেন, আমি প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করি। মোদি আমার বড় ভাই ও আমি তার ছোট ভাই। খবর ইন্ডিয়া টুডের।
সদ্য পাকিস্তান সফর শেষে ভারত সফরের শুরুতে বুধবার রাষ্ট্রপতি ভবনে (২০ ফেব্রুয়ারি) সালমান এ উক্তি করেন।
ক্ষমতাবান এই ক্রাউন প্রিন্স আরও বলেন, সৌদি আরবকে নির্মাণে গত ৭০ বছর ধরে ভারতীয়রা শ্রম ও সেবা দিয়েছে। উভয় দেশের স্বার্থ রক্ষা করে এই সম্পর্কের উন্নতি ঘটেছে এটাই আমরা নিশ্চিত হতে চাই।
এর আগে, যুবরাজ সালমানের সম্মানে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনার আয়োজন করা হয়। সালমানকে দেওয়া হয় গার্ড অব অনার।
প্রধানমন্ত্রী মোদি পাকিস্তান সম্পর্ক নিয়ে যুবরাজের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের আত্মঘাতী হামলায় ৪০ ভারতীয় নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। এ নিয়ে পাক-ভারত সম্পর্ক নাজুক হয়ে আছে।
ভারত চাচ্ছে কূটনৈতিকভাবে পাকিস্তানকে একঘরে করে ফেলতে। তবে যুবরাজ জানিয়েছেন, তিনি ভারত-পাকিস্তান সম্পর্কোন্নয়নের চেষ্টা করবেন।
সারাবাংলা/এনএইচ