Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিকনিক বাসে ট্রেনের ধাক্কা, শিক্ষার্থীসহ আহত ১৩


২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: ফেনী থেকে পিকনিক করতে আসা মাদ্রাসা শিক্ষার্থীদের একটি বাসে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জন শিক্ষার্থী ও বাকিরা তাদের অভিভাবক।

আহত শিক্ষার্থীরা ফেনীর দারুল আকরাম মাদ্রাসার বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (অপারেশন) জাব্বারুল ইসলাম। তিনি বলেন, ফেনী থেকে এসআরএস পরিবহনের বাসে করে তারা সীতাকুণ্ড ইকোপার্কে পিকনিক করতে এসেছিল।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সীতাকুণ্ড পৌরসদরের ইকোপার্ক রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন- ফারজানা আক্তার মুন্নি (১৫), মুজাহিদ (১০), আবুল হাসেম (১৬), শাহেদ হাসান (১৫), আব্দুল আউয়াল (১৫), ফয়সাল আহম্মেদ (১২), ইমন (১১) এবং মঈন উদ্দিন (১১)। এছাড়া, আহত অভিভাবকদের মধ্যে আছেন- দাউদ (৪৫), শিরিন আক্তার কমলা (৪৫), মনোয়ারা বেগম (৫০), মোরশেদা আক্তার (৪০) এবং মাসুদা বেগম (৪০)।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সহকারী পরিচালক জসিম উদ্দিন ঘটনাস্থলে থেকে সারাবাংলাকে জানান, দুপুর ২টার দিকে বাসটি সীতাকুণ্ড ইকোপার্ক রেলক্রসিং অতিক্রমের সময় ঢাকা থেকে আসা চট্টগ্রামমুখী আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস বাসটির পেছনদিকে ধাক্কা দেয়। এতে ১৩ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের টিম গিয়ে দ্রুত দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেয়। ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএইচ

চট্টগ্রাম শিক্ষার্থী আহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর