Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বচ্ছতার জন্য কোর্টে সাংবাদিকদের অ্যালাউ করতে হবে’


২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১১ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩৩

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ট্রান্সপারেন্সি (স্বচ্ছতা)’র জন্য সাংবাদিকদের কোর্ট রুমে অ্যালাউ করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয় উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এলআরএফ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, ‘আজকে আপনাদের বসার জন্য একটা স্থান হয়েছে। এটা দেখে আমি খুবই আনন্দিত এবং আমি বলেছিলাম যে আপনাদের এটাকে সুসজ্জিত করে দেব। আমরা চেষ্টা করেছি। কতটুকু করেছি সেটা আমি জানি না।’

আদালত অঙ্গনে সাংবাদিকতার বিষয়ে তুরস্কের একটি সেমিনারের অভিজ্ঞতা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, ‘এখন সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ।’

ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়

এ সময় তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, ‘আমি তুরস্কের আঙ্কারা শহরে গিয়েছিলাম, একটা সেমিনারে এটেন্ড করতে। সেখানে একটা টপিক ছিল যে, বিচার বিভাগের স্বচ্ছতা, ট্রান্সপারেন্সির জন্য সাংবাদিকদের কোর্ট রুমে অ্যালাউ করতে হবে।’

‘সুতরাং এটা এখন ইন্টারন্যাশনালি ইস্টাবলিশড (আন্তর্জাতিকভাবে প্রমাণিত), যারা সাংবাদিক তাদের কোর্ট অঙ্গনে এবং কোর্ট রুমে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সির জন্য।’

এলআরএরফ সদস্যদের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আজকে এ রুম উদ্বোধন হয়েছে। আশা করি আপনাদের অনেক সুবিধা হবে, কাজ কর্ম সম্পাদনে সুযোগ-সুবিধা এখান থেকে পাবেন।’

বিজ্ঞাপন

এর আগে ফিতা কেটে সুসজ্জিত কক্ষ উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এরপর এলআরএফ এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঁঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী, স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন মানিক, এলআরএফ এর সাবেক সভাপতি ফারুক কাজী, স্বপন দাশ গুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল হান্নান, সাবেক সভাপতি এম বদি-উজ-জামান, আশুতোষ সরকার, সাবেক সাধারণ সম্পাদক মাশহুদুল হক, ওয়াকিল আহমেদ হিরণ, দিদারুল আলম, আজিজুল ইসলাম পান্নু ও মনিরুজ্জামান মিশন।

এলআরএফ এর সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান জাবেদ।

সারাবাংলা/এজেডকে/একে

ল রিপোর্টার্স ফোরাম সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর