রংপুরে আগুন পোহাতে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২০
১৯ জানুয়ারি ২০১৮ ১৪:৩৭ | আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ১৪:৪৭
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
রংপুর : রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া আরও তিন জনের চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে। জানুয়ারি মাসে রংপুরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি থাকা আরও তিন নারীর মৃত্যু হয়। এখনও হাসাপাতালে ভর্তি আছেন ৫০ জন।
নিহতরা হলেন বীরগঞ্জ দিনাজপুরের গীতারাণী, নীলফারী সদরের নতিবাড়ী এলাকার আফরোজা বেগম ও পঞ্চগড় দেবীগঞ্জের আরজিনা বেগম। এদের প্রত্যেকের শরীরের ৫০ থেকে ৭০ ভাগ অংশ পুড়ে গিয়েছিল।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিষ্টার ডা. মাহমুদ হাসান তানিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর অবস্থায় আইসিইউ তে এখনও ভর্তি আছেন দুইজন।
সারাবাংলা/আরসি/এনএস