Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে মাতৃভাষা দিবসের র‌্যালি


২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৯

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র‌্যালির আয়োজন করেছে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ।

প্রতি বছর বিভিন্ন দেশের জাতীয় পতাকা, ভাষা ও বর্ণমালা নিয়ে দিবসের আগের দিন ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শোভাযাত্রা’র আয়োজন করা হয়। ২০০২ সাল থেকে শুরু হওয়া শোভাযাত্রার এবার ২০তম আয়োজন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রাঙ্গণ থেকে বের করা হয় এই শোভাযাত্রা।

এবারের আয়োজনে দেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও শিল্প সাংস্কৃতিক কর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন দেশের জাতীয় পতাকা বহন করেন।

শোভাযাত্রাটি শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট, প্রেসক্লাব, মৎস্য ভবনের সড়ক হয়ে শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়।

এ বিষয়ে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম বলেন, প্রতিবছর ২০ ফেব্রুয়ারি আমরা এ শোভাযাত্রার আয়োজন করে থাকি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। প্রতিবারের মতো এবারো সম্মান প্রদর্শন-পূর্বক বিভিন্ন দেশের জাতীয় পতাকা আমরা বহন করছি।

সারাবাংলা/এনএইচ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর