Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে কলেজছাত্রের মৃত্যু


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৪৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে তুষার চাকমা নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় খাগড়াছড়ি সদরের রেড স্কোয়ায়ে এ ঘটনা ঘটেছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, মৃত তুষার চাকমা লক্ষ্মীছড়ির দেওয়ানপাড়ার নীলরঞ্জন চাকমার ছেলে এবং খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্র।

আরও পড়ুন: খাগড়াছড়ি আ’লীগ আবারও বিদ্রোহী প্রার্থীর মুখোমুখি

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় একদল পাহাড়ি যুবক তুষার চাকমাকে রেড স্কোয়ারের সামনের একটি মোটরসাইকেলের গ্যারেজ থেকে বের করে গুলি করে। পরে তারা ফাঁকা গুলি ছুড়ে খবংপুড়িয়া এলাকার দিকে চলে যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, মৃত তুষার চাকমা ইউপিডিএফ প্রসীত সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে রাজনৈতিক আধিপত্যের জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে ১৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা মৃত তুষার চাকমাকে সাধারণ শিক্ষার্থী দাবি করছেন।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

খাগড়াছড়িতে চেয়ারম্যান পদে ৪০ প্রার্থীর মনোনয়ন জমা

কলেজছাত্র খাগড়াছড়ি পাহাড়ি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর