সালমান মুক্তাদির আটক
১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫১ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: অভিনেতা সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তাকে আটক করে সাইবার ক্রাইম ইউনিট। সাইবার সিকিউরিটি ক্রাইমের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রীর নিরাপদ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে সালমান মুক্তাদিরকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে, রোববার অভিনেত্রী সানাইকেও আটক করেছিল সাইবার ইউনিট। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
সারাবাংলা/ইউজে/টিআর