Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে ৪৫ হাজার ৭১০ জন গ্রাম পুলিশ সদস্য কর্মরত


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সংসদ ভবন থেকে: দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে ১০ জন করে গ্রাম পুলিশ সদস্য কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এদের মধ্যে একজন দফাদার এবং নয়জন মহল্লাদার। মন্ত্রী জানান, সব মিলিয়ে বর্তমানে সারাদেশের চার হাজার ৫৭১টি ইউনিয়নে ৪৫ হাজার ৭১০ জন গ্রাম পুলিশ সদস্য কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণির সমান স্কেলে ভাতা দেওয়ার বিষয়ে ২০১২ সালের ২৪ সেপ্টেম্বর অর্থ বিভাগকে অনুরোধ করা হয়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ জানিয়েছে, এই সুবিধা দেওয়ার কোনও অবকাশ নেই।

তবে প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০১৮ সালের ৪ নভেম্বর ইউনিয়ন পরিষদে কর্মরত দফাদারদের বেতন তিন হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে সাত হাজার টাকা এবং মহল্লাদারদের বেতন তিন হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ছয় হাজার টাকায় উন্নীত করা হয়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী।

সারাবাংলা/এএইচএইচ/এসএমএন

এলজিআরডি. তাজুল ইসলাম গ্রাম পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর