সিরাজগঞ্জে ট্রাকচাপায় নারীর মৃত্যু
১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
সিরাজগঞ্জ: জেলার সদর উপজেলার শিয়ালকোল বাজারে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয়ের (২২) এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত ওই নারীকে একটি বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কাতে তিনি রাস্তার অপর প্রান্তে পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা মালবাহী অপর একটি ট্রাকের চাপাতে ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
এই ঘটনাতে বালুবাহী প্রথম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার চালক আহত হন। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বালুবাহী ট্রাকটি ভাঙচুর করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সারাবাংলা/এসবি