Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলায় ‘ঐক্যফ্রন্টই’ পঙ্গু হয়ে যাবে: কাদের


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৯ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩০

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট।।

ঢাকা: নির্বাচন নিয়ে মামলা করতে করতেই ঐক্যফ্রন্ট পঙ্গু হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধালন সম্পাদক ওবায়দুল কাদের। ঐক্যফ্রন্টের গণশুনানিতে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার এমন বক্তব্যের জবাবেই ওবায়দুল এ মন্তব্য করেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) তেজগাঁও সড়ক ভবনে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গণশুনানির জন্য সরকার কোনো জায়গা দিচ্ছে না ঐক্যফ্রন্টের এমন অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সোহরাওয়ার্দী উদ্যান তো আছে। গণশুনানি কাকে বলে, গণশুনানি না গণতামাশা। গণতামাশার জন্য অনুমতি চাইলে পুলিশ কমিশনারকে বলবো।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমালোচনাকে কি ভাবে দেখছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের শরিকরদের সমালোচনার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি। তারা আজকে মুখ খুলেছেন, সমালোচনা করছেন। সরকার ভালোভাবে চলার জন্য এই সমালোচনাটা দরকার। এ সমালোচনা পার্লামেন্টের ডেমোক্রেসিতে ইতিবাচক থাকে। কনস্ট্রাক্টিভ অপোজিশনের মাধ্যমে আরো গতিশীল হতে পারে।

জোটের রাজনীতিতে ১৪ দলকে ব্যবহার করছে আওয়ামী লীগ এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যা যা হচ্ছে এসব আলাপ আলোচনা করেই হচ্ছে।

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

ঐক্যফ্রন্ট কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর