Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-জাকার্তা পিটিএ আলোচনা শুরু ২৭-২৮ ফেব্রুয়ারি


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩১

।। এমএকে জিলানী, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (পিটিএ) বিষয়ক চুক্তি করতে অনেক আগেই প্রস্তাবনা দিয়েছে জাকার্তা। ইন্দোনেশিয়ার এই আগ্রহে ইতিবাচক মনোভাব জানিয়ে চলতি মাসের ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ঢাকায় এ বিষয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কিভাবে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (পিটিএ) বিষয়ক চুক্তি করার পথে এগিয়ে যাওয়া যায়।

বিজ্ঞাপন

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো এল পি মারসুদির গত ৪ ফেব্রুয়ারি ঢাকায় ঝটিকা সফর করেন। ওই সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে উভয় পক্ষ আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি পিটিএ বিষয়ক চুক্তি বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, ইন্দোনেশিয়ার ব্যবসায়ী ও পর্যটকদের বাংলাদেশের ভিসা পেতে হলে বেশকিছু জটিলতায় পড়তে হয়। সামনের বৈঠকে ভিসা সহজ করার বিষয়েও আলোচনা করা হবে।

ঢাকার ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনো এ বিষয়ে সারাবাংলাকে বলেন, ‘গত বছর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির ঢাকা সফরে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে দুই দেশ আলোচনা শুরুর বিষয়ে একমতে পৌঁছেছে।’

শুধু ইন্দোনেশিয়াই নয়, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি হলে দুই দেশই উপকৃত হবে বলে জানান রাষ্ট্রদূত রিনা পি সোমারনো। তিনি বলেন, ‘অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে দুই দেশের প্রতিনিধিরা শিগগিরই বৈঠকে বসবেন। দুই দেশ খুব দ্রুত এই বিষয়ে একটি চুক্তিতে পৌঁছতে পারবে বলে আমি বিশ্বাস করি। এই চুক্তি দুই দেশের জন্যই বাণিজ্য উন্নয়নে সহায়ক হবে। দুই দেশের বাণিজ্য, আমদানি, রফতানি বাড়াতে এই চুক্তি সহায়তা করবে।’

বিজ্ঞাপন

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, ওষুধ ও ফার্নিচার ইত্যাদি পণ্য ইন্দোনেশিয়ায় রফতানি করে থাকে বাংলাদেশ। অন্যদিকে, পাম অয়েল, কয়লা, কাগজ, প্লাস্টিকের কাঁচামাল ও রাসায়নিক, যন্ত্রপাতি, চশমা, কাঠসহ বিভিন্ন পণ্য বাংলাদেশ আমদানি করে ইন্দোনেশিয়া থেকে।

সারাবাংলা/জেআইএল/টিআর

ঢাকা-জাকার্তা বাণিজ্যচুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর