Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৮

সিনিয়র করেসপন্ডেন্ট 

ঢাকা: একুশে ফেব্রুয়ারীতে রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আর শহীদ মিনারে নিরাপত্তার দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, পু‌রো ঢাকায় ১৫ হাজার আর শহিদ মিনার এলাকায় ৬ হাজার র‌্যাব-পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

আর আল্পনা ও অঙ্ক‌নের জন্য মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শহীদ মিনারের রাস্তা বন্ধ করে দেয়া হবে। একুশে ফেব্রুয়ারির দিন একমুখী চলাচল থাকবে শহীদ মিনারের সামনের সড়কে।

ডিএমপি কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারী উপলক্ষে দেশে কোনো জঙ্গি হামলার আশঙ্কা বা তথ্য নেই। তবে সব নাগরিকের নিরাপত্তা জন্য পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব জায়গায় দায়িত্ব পালন করবেন।

শহীদ মিনারের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন তার সবই করা হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার। বলেন, শহীদ মিনারে প্রবেশের আশপাশ এলাকার তল্লাশি চৌকি স্থাপন করা হবে। শহীদ দিবসের আগের দিন গোটা এলাকা সুইপিং করবে ডগ স্কোয়াড।
এ ছাড়া, একুশে ফেব্রুয়ারির দিন ডগ স্কোয়াড, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ, সোয়াত এবং বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হবে।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারি ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই।

সারাবাংলা/এসএ/জেএএম

২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর