Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৩

।। স্টাপ করেসপন্ডেন্ট।।

গাজীপুর থেকে: আজ শেষ হচ্ছে ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সাদ অনুসারীদের পরিচালিত ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিরা জমায়েত হতে শুরু করেন।

দেশের বিভিন্ন স্থান থেকে বাস, ট্রেন ও নৌকায় করে তুরাগ তীরে হাজির হয়েছেন মুসল্লিরা। এখনো চলছে আম বয়ান। সকাল ১১টায় মোনাজাত শুরুর কথা থাকলেও  তা শুরু হয়নি।

ইজতেমায় আগত মুসল্লিদের কারণে টঙ্গীর আশপাশের মহাসড়ক যান চলাচল স্থবির হয়ে আছে। তবু পায়ে হেঁটে ইজতেমা প্রাঙ্গনে আসছেন মুসল্লিরা।

ময়মনসিংহ থেকে আসা মুসল্লি ইমাম আইয়ুব আলী বলেন, পায়ে হেঁটে আসতে কষ্ট হলেও আল্লার সন্তুষ্টি অর্জনের জন্য এখানে আসা।

জয়দেবপুর থেকে আসা ইমরানুল করিম বলেন, আগে থেকে জানতাম না যে গাড়ি চলবে না। আল্লার কাছে গুনাহ মাফ চাইতে এখানে এসেছি।

ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে নিয়োজিত মিডিয়া উইং কর্মকর্মতা রুহুল আমিন সরকার।

তিনি বলেন, ইজতেমায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ইজতেমা শেষে যান চলাচল পুনরায় শুরু করা হবে।

সারাবাংলা/এসএইচ /এমএমএইচ/এনএইচ

বিশ্ব ইজতেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর