Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি কি সংবিধান লঙ্ঘণ, প্রশ্ন সংসদে


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সংসদ ভবন থেকে: সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি নিয়ে আবারও সংসদে প্রশ্ন তুলেছেন সরকারের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের সেনাবাহিনী যে চুক্তি করছে সেটা সংবিধান লঙ্ঘণ করছে কি না, বিষয়টা খতিয়ে দেখা দরকার। এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে এই প্রশ্ন তোলেন তিনি। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি এই ইস্যুতে প্রশ্ন তুলেছেন ওয়াকার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন।

কথা বলার শুরুতে অসুস্থতার কারণে স্পিকার তাকে বসেই কথা বলতে বলেন। এসময় বাদল মন্ত্রিসভায় শরিকদের ঠাঁই না দিয়ে নিজের পায়ে দাঁড়ানো বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি টেনে বলেন, প্রধানমন্ত্রী আমাদের নিজের পায়ে দাঁড়াতে বলছেন। সে কারণেই নিজের পায়ে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছি।

বাদল বলেন, আমার চোখে পড়ছে, আমরা কি সংবিধান ভঙ্গ করছি? সেটা যদি হয়, আজকে থেকে ভবিষতে কেউ না কেউ প্রশ্ন তুলতে পারে।

স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার আমলে এগুলো ঘটলে সঠিক হবে কি না, দেখা দরকার। সৌদি আরবের বিরোধিতা করে মেনন কথা বলেছেন। আমরা একটি গুরুত্বপূর্ণ দেশে পরিণত হতে যাচ্ছি। আমাদের নেত্রী বাংলাদেশের নেত্রী নন, তিনি বিশ্বনেত্রী।

জাসদের এই সংসদ সদস্য বলেন, রোহিঙ্গা প্রশ্নে আমরা এরই মধ্যে একটা সমস্যায় ঢুকে গেছি। এই সৌদি আরবে সৈন্য পাঠানোর বিষয়টি নিয়ে পাকিস্তান সংসদে ভোট হয়েছিল। সেখানে নওয়াজ শরীফ প্রশ্ন তুলেছিলেন, পরে সংসদ বিরোধিতা করায় তারা সৈন্য পাঠাতে পারেননি।

বিজ্ঞাপন

সংবিধানের ২৫ বিধির কথা উল্লেখ করে বাদল বলেন, সংবিধানেই উল্লেখ করা আছে— আমরা জাতিসংঘের নির্দেশনা ছাড়া পৃথিবীর কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়াব না। আমাদের নেত্রী বলেছেন, পবিত্র কাবা শরীফ ও পবিত্র স্থান ছাড়া অন্য কোথাও আমাদের সেনাবাহিনী যাবে না। সেখানে সৌদি হুতি, সৌদি সংঘর্ষ, শিয়া-সুন্নি দ্বন্দ্বে কেন বাংলাদেশ জড়াবে? আমাদের আইএসপিআর বলছে ৫০০ কোটি টাকা পাবে। অথচ তারা আমাদের সরকারের কাছে ৯০০ কোটি টাকা চেয়েছে। ৫০০ কোটির লিল্লাহর আশায় এটা কেন করবে?

তিনি সংসদে ৬৮ ধরায় বৈদেশিক নীতি নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়ে বলেন, মাইন অপারেশনে গিয়ে ২৭১জন সৈন্য মারা গেছেন। তাহলে সেখানে কেন আমরা জড়াব?

সারাবাংলা/এএইচএইচ/টিআর

মইনুদ্দিন খান বাদল সংসদ অধিবেশন সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর