Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁর ১১ উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নওগাঁ: নওগাঁ জেলার ১১টি উপজেলায় চেয়ারম্যান পদে ৪৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫০ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম প্রামানিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, পোরশা উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন, সাপাহার উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন, নিয়ামতপুর উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন, ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া, পত্নীতলা উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন, বদলগাছি উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, রানীনগর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন, মান্দা উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিজ্ঞাপন

নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী আওয়ামী লীগের মো. রফিকুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

সারাবাংলা/এসএমএন

উপজেলা পরিষদ নির্বাচন মনোনয়নপত্র দাখিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর