Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি নীল দলের আহ্বায়ক হলেন অধ্যাপক মাকসুদ কামাল


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩৮

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

আওয়ামী লীগ ও বাম দল সমর্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষকদের নীল দলের নতুন আহ্বায়ক হয়েছেন অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের শিক্ষক লাউঞ্জে এক সাধারণ সভায় তাকে আহ্বায়ক মনোনীত করা হয়।

সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ আহ্বায়ক কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবে। কমিটির দু’জন যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষক আবু হোসেন মুহম্মদ আহসান ও ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক হুমায়ুন কবির।

উল্লেখ্য, অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান ও তিনবারের নির্বাচিত সভাপতি।

সারাবাংলা/কেকে/টিআর

ঢাবি নীল দল মাকসুদ কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর